রাজধানীর মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আবদুল জলিল (৪০), মতিন খান (৩৭) ও পরেশ অধিকারী (৩৫)। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কালো রঙের র্যাব লেখা জ্যাকেট, একটি কালো রঙের ওয়াকিটকি ও একটি হাতকড়া উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কিছু দুষ্কৃতকারী মতিঝিল বলাকা চত্বর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ডিএমপির ডিবি (গোয়েন্দা) ওয়ারী বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চার-পাঁচ ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়। ওই ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তাঁরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করেছেন এমন গ্রাহককে নিশানা করত। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে উত্তোলন করা টাকা ডাকাতি করত। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।