ইসলাম ও ধর্ম ডেস্ক, এইউজেডনিউজ২৪: মক্কা মসজিদুল হারাম ও মদিনা মসজিদ আল নববী খুব শ্রীঘই ধর্ম প্রান মুসল্লীর জন্য উম্মুক্ত করে দেওয়া হবে বলে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়। এর আগে, মক্কা শহর ছাড়া সৌদি আরবের অন্যান্য শহরগুলোতে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যাংক এবং রেমিটেন্স এর সাথে সংশ্লিষ্ট সেন্টারগুলোকে খোলার নির্দেশ দিয়েছে সৌদি সরকারের মুদ্রা কর্তৃপক্ষ বা সৌদি মনিটারি এজেন্সি (সামা)।
মহামারী করোনাভাইরাসের কারণে সৌদি আরবে দীর্ঘ দেড় মাসের উপর লকডাউন এবং কারফিউ বলবৎ থাকায় সব ধরণের অফিস-আদালত কল কারখানার সাথে বন্ধ হয়ে যায় আর্থিক প্রতিষ্ঠানগুলো। ফলে স্থানীয়দের পাশাপাশি দেশে অর্থ প্রেরণের দুর্ভোগে পড়েন প্রবাসীরা। বুধবার থেকে ১৩ মে পর্যন্ত আংশিক কারফিউ প্রত্যাহার করায় ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়েছে বলে সৌদি গণমাধ্যম জানিয়েছে। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গ্রাহক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দূরত্ব বজায় রেখে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয়দের অর্থ লেনদেন এবং প্রবাসীদের অর্থ স্থানান্তরের যাতে সহজভাবে করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সংস্থাটি। সৌদি সরকারের মুদ্রা কর্তৃপক্ষের এমন নির্দেশ এর ফলে প্রবাসীরা তাদের পরিবার পরিজনদের জন্য অর্থ প্রেরণ সহজতর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে ২০৭৭ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যুবরণ করেছে ১৫২ জন। করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছে। গতকাল পর্যন্ত স্থানীয় দূতাবাস ও কনস্যুলেট হইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫২ জন প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।