ভোলা, ২০ অক্টোবর (এইউজেডনিউজ২৪) : ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় বরিশাল রেঞ্জের ডিআইজিকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদরদপ্তর। রোববার (২০ অক্টোবর) রাতে এ কমিটি গঠন করা করা হয়।
এর আগে বিকেলে গুজব ছড়িয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা কেউ না করে সে ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়। ঢাকা পুলিশ সদরদপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়।
একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শনিবার (১৯ অক্টোবর) ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশ এক যুবককে আটক করে।
আজ এ ঘটনার জের ধরে সকাল ১০টার দিকে এলাকাবাসী বোরহানউদ্দিন থানা ঘেরাও করেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এলাকাবাসী।
পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৪ জন গুলিতে নিহত হয়েছেন। তারা হলেন- মাহফুজুর রহমান পাটোয়ারী (২৩), মিজান (৩০), মাহবুর রহমান (৩০) ও শাহিন (২৫)। তারা একই এলাকার। নিহত মাহফুজ বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মিরাজ পাটোয়ারীর ভাই। এরইমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে ৪ প্লাটুন বিজিবি সদস্য।
সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।