মার্কিন প্রেসিডেন্ট নির্বচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। অনেক রাজ্যে আবার সকাল ৬টা থেকেও ভোটগ্রহণ শুরু হয়। প্রধান দুই প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে একজনকে পরবর্তী প্রেসিডেন্ট পদে নির্বাচিত করতে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় করেন মার্কিনীরা।
যদিও এ নির্বাচনে সবার চোখ দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে। এসব রাজ্যের ফলাফলই নির্বাচনের মোড় ঘুরিয়ে দিবে এবং হোয়াইট হাউসে কে পা রাখবেন তা বলে দিবে। অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে- পেনসিলভানিয়া, মিশিগান, উইশকন, অ্যারিজোয়ানা এবং জর্জিয়া।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ফ্লোরিডার প্লাম বিচের একটি কেন্দ্রে তারা ভোট প্রদান করেন।
ভোট দেয়ার সময় ট্রাম্পের মাথায় তার সিলমোহর যুক্ত লাল ক্যাপ পরা ছিল। ভোট দিয়ে বের হয়ে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেন। ট্রাম্প বলেন, ‘আমি অনেক আত্মবিশ্বাসী, মনে হচ্ছে রিপাবলিকানরাই শক্তি দেখাবে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি খুবই সম্মানিত। কারণ ভোটারদের লাইন ছিল খুবই দীর্ঘ।