ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব বাজারে চড়া দামে চাল বিক্রি করায় ৪ চাউল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা ও অপ্রয়োজনে বাড়ির বাহিরে ঘোরাফিরার কারণে ৫ পথচারী প্রত্যেককে ১ হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরে ভৈরব বাজারে অভিযানে নামে ভ্র্যম্যমান আদালত। এসময় ব্যবসায়ী ও পথচারীসহ ৯ জনকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভৈরব বাজারের কিছু অসাধু ব্যবসায়ী সরকারের নির্দেশনা অমান্য করে চড়া দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও চাল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পাইকারি চাল বিক্রিকারী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্য তালিকা না থাকায় এবং চড়া দামে চাল বিক্রির প্রমাণ পেয়ে ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১৪র ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন মোঃ যোবায়ের, ভৈরব পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।