আবহাওয়া পরিবর্তন ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারী বৃষ্টির কারণে এ সপ্তাহেই হাওরাঞ্চল, পার্বত্য এলাকা ও উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। মাসের শেষ সপ্তাহে দেশের মধ্যাঞ্চলেও বন্যা হতে পারে। গতকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি টানা কয়েকদিন চলতে পারে। আবহাওয়ার গতি প্রকৃতি দেখে এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকবে। উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। এ কারণে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সূত্র : এটিএন বাংলা
ভারী বৃষ্টির কারণে এ সপ্তাহেই হাওরাঞ্চল, পার্বত্য এলাকা ও উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা
আবহাওয়ার পরিবর্তন
0 Views