ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা ইতোমধ্যেই উভয় দেশের উপর বিপুল আর্থিক চাপ সৃষ্টি করেছে। চার সপ্তাহের এ সংঘাতে মোট ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে ৫০০ বিলিয়ন ডলার।
সামরিক ব্যয় এবং অর্থনৈতিক বিপর্যয়ের সম্মিলিত পরিসংখ্যান বলছে-চার সপ্তাহের এ সংঘাতে মোট ক্ষতির পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
ভারতের আকাশ অভিযানে খরচ
প্রতিদিন গড়ে ১০০টি বিমান অভিযানের মধ্যে অংশ নিচ্ছে ভারতের রাফাল, মিরাজ-২০০০, সুখোই-৩০এমকেআই এবং তেজস যুদ্ধবিমান। প্রতি অভিযানে গড়ে ৮০ হাজার ডলার ব্যয় ধরা হলে চার সপ্তাহে খরচ দাঁড়ায় প্রায় ৬ বিলিয়ন ডলার। এর সঙ্গে যোগ হয়েছে প্রতিদিন ব্যবহৃত ৩০-৪০টি স্পাইস-২০০০, এসসিএএলপি ইজি, হ্যামার এবং লেজার গাইডেড বোমা-যার প্রতিটির দাম ১ লাখ থেকে ১১ লাখ ডলারের মধ্যে।
ড্রোন ও ক্ষেপণাস্ত্রে
ভারতের ৩০টি ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার প্রতিদিনের খরচ ১০০ মিলিয়ন ডলার; চার সপ্তাহে ৩ বিলিয়ন ডলার। এর সঙ্গে প্রতিদিন গড়ে ১০টি ব্রহ্মোস এবং ১০-২০টি প্রলয় ক্ষেপণাস্ত্র ব্যবহারে যুক্ত হচ্ছে আরও ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।
সামরিক প্রস্তুতি ও নৌবাহিনীর ব্যয়
সেনা মোতায়েন, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুটি নৌ-কমান্ডে নৌবহরের প্রস্তুতি বাবদ প্রতিদিন ১১০ মিলিয়ন ডলার করে চার সপ্তাহে খরচ হয়েছে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।
পাকিস্তানের সামরিক ব্যয়
পাকিস্তান বিমান বাহিনীর প্রতিদিনের অভিযান ও যুদ্ধ টহলের খরচ ২৫ মিলিয়ন ডলার, যা চার সপ্তাহে দাঁড়ায় ১ বিলিয়ন ডলার। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে আরও ৪৫০ মিলিয়ন ডলার এবং সীমান্ত সতর্কতা ও রাডার ব্যবস্থায় ৪৫০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
ভারতের অর্থনৈতিক ক্ষতি ৪২০ বিলিয়ন ডলার
ভারতের অর্থনৈতিক ক্ষতি ৪২০ বিলিয়ন ডলার। ভারতের জন্য চারটি প্রধান খাতে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ:
জিডিপি ক্ষতি: ১৫০ বিলিয়ন ডলার
মুদ্রাবাজার ও রুপির অবমূল্যায়ন: ৯০ বিলিয়ন ডলার
বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া: ৮০ বিলিয়ন ডলার
বিদেশি বিনিয়োগ হ্রাস: ১০০ বিলিয়ন ডলার
পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি ৫৭ বিলিয়ন ডলার
পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি ৫৭ বিলিয়ন ডলার। পাকিস্তানের জিডিপি ক্ষতি ২৫ বিলিয়ন ডলার, মুদ্রাবাজার ১৫ বিলিয়ন ডলার, বাণিজ্য ১২ বিলিয়ন ডলার এবং বিদেশি বিনিয়োগ ও আইএমএফ সংক্রান্ত ক্ষতি ৫ বিলিয়ন ডলার।