স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: আগামী ৩ মার্চ দুবাইতে আইসিসির সভায় যোগদানের আগে কলকাতার ইডেন গার্ডেনে সাংবাদিকদের সৌরভ বলেন, আসন্ন এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত হবে এবং এতে ভারত-পাকিস্তান উভয় দেশই অংশ নেবে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাবে দুদেশের ক্রিকেটারদেরও মুখ দেখাদেখি হয় না বললেই চলে। দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় আইসিসি কিংবা আঞ্চলিক টুর্নামেন্টগুলোই ভরসা পাক-ভারত দ্বৈরথ দেখার জন্য। এরমধ্যে এবারের এশিয়া কাপ আয়োজক পাকিস্তান। নিজ দেশে ক্রিকেট ফেরাতে সেদেশে অনুষ্ঠিত হওয়ার কথা এমন কোনো টুর্নামেন্টই তারা বাইরে আয়োজন করতে নারাজ। কিন্তু পাকিস্তানের মাটিতে খেলতে যেতে ঘোর আপত্তি ভারতের। ভেন্যু পরিবর্তন না করলে এশিয়া কাপ বয়কটেরও ঘোষণা দেয় ভারত। শেষ পর্যন্ত দম বন্ধ পরিস্থিতির অবসান হল। ভারত-পাকিস্তান দুই দলই যাতে এশিয়া কাপে অংশ নিতে পারে সেজন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নেয়া হল।
চলতি মাসের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা টি-২০ ফরম্যাটের আসরটি। সব দলের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে শেষ পর্যন্ত দুবাইকে ভেন্যু হিসেবে বেছে নেয়অ হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
এর আগে পাকিস্তানের পক্ষ থেকেই জানানো হয়েছিলো এশিয়া কাপের এবারের আসরটি তারা আয়োজন করছে না। এরপর থেকেই জল্পনা শুরু হয় কোন দেশে বসবে এবারের আসরটি। সম্ভাব্য আয়োজক হিসেবে শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশের নামও শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত দুবাইকেই বেছে নেয়া হলো।
সবশেষ ২০১২-১৩তে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো ভারত এবং পাকিস্তান। এরপর দুই দেশের বৈরিতা বেড়ে যাওয়ায় শুধুমাত্র আইসিসির ইভেন্টগুলোতেই মুখোমুখি হয়েছে দুদল।