ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনায় নাজুক অবস্থার মধ্যেই এবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে শেখ ওয়াসিম বারী নামের এক বিজেপি নেতাকে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে মারা গেছেন তার বাবা এবং ভাইও।
পুলিশ জানায়, রাতে বাবা-ভাইসহ বান্দিপোরার একটি দোকানে বসে ছিলেন তারা। এসময় এলোপাতাড়ি গুলি ছোড়ে দুবৃর্ত্তরা। শেখ ওয়াসিম বান্দিপোরা জেলার সাবেক বিজেপি প্রধান।
প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্ত্র সিং টুইটে জানান, বুধবার গভীর রাতেই কাশ্মীরে ফোন করে এ ঘটনার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওয়াসিমের আত্মবলিদান বিফলে যাবে না বলে হুশিয়ার করেছেন বিজেপি প্রধান জেপি নাড্ডা। খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে কংগ্রেস। গত বছর কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেয়ার পর অনেকটা টানা কারফিউর মধ্যে ভূ-স্বর্গ।