ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও জেল থেকে ছাড়া পাওয়ার একদিন পরেই শুক্রবার আন্দোলনে যোগ দিয়েছেন ভীমসেনা প্রধান চন্দ্রশেখর আজাদ।
এদিকে, কেরালার পর দ্বিতীয় রাজ্য হিসেবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাবনা পাস করেছে পাঞ্জাব সরকার।
শুক্রবার জুমার নামাজের পর নয়াদিল্লির জামা মসজিদের সামনে ‘আজাদি আজাদি’ বলে এভাবেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার মুসলিমসহ সংখ্যালঘুদের জোর করে দেশছাড়া করার পাঁয়তারা করছে। যে কোন বিতর্কিত আইন প্রতিহত করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
তারা বলছে, ধর্মের ভিত্তিতে যে নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে আমরা তার বিরুদ্ধে। ধর্মের নামে মুসলমানদের বঞ্চিত করা হচ্ছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা পিছু হটবো না। আমরা জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আছি। এটা শুধু মুসলিমদের আন্দোলন নয়। এটা সব ধর্মের মানুষের।
আন্দোলনে যোগ না দেয়ার শর্তে আদালত থেকে জামিন পাওয়ার একদিন পরেই শুক্রবারের এই বিক্ষোভে নেতৃত্ব দেন হিন্দু দলিত সম্প্রদায়ের নেতা ও ভীমসেনা প্রধান চন্দ্র শেখর আজাদ। গত ২০শে ডিসেম্বর পুলিশের অনুমতি ছাড়া জামা মসজিদ থেকে যন্তর-মন্তর পর্যন্ত নাগরিকত্ব আইনবিরোধী মিছিলে নেতৃত্ব দেয়ায় গ্রেফতার করা হয় তাকে। সূত্র : সময় টিভি