ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮০৬ জন। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০৫ জন।
এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৩৯১ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৭৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৩০ হাজার। এ পর্যন্ত ১০ লাখ ৪৬ হাজার ৪৫০টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।
আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটির ধারেকাছেও নেই অন্য রাজ্যগুলো। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ২৯৬ জন। এদের মধ্যে মারা গেছে ৫২১ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার জন । এর পরে গুজরাটের অবস্থা। সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৫ জন। প্রাণ হারিয়েছেন ২৬২ জন।
তৃতীয় অবস্থানে থাকা রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্য়া দাঁড়িয়েছে ৪ হাজার ১২২ জন। দিল্লিতে এখনও পর্যন্ত করোনায় মারা গেছে ৬৪ জন। দিল্লির পরেই রাজস্থান। সেখানে এখনও পর্যন্ত ২ হাজার ৭৭২ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ জনের। গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। মারা গেছেন সাত শতাধিক।
ভারতে মৃতের সংখ্যা এ পর্যন্ত ১ হাজার ৩৯১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০৫ জনে
বিশেষ বুলেটিন
0 Views