নয়াদিল্লি, ২৩ নভেম্বর, ২০১৯ ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪ : ভারতে পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও পাঁচ নারী রয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়া’র।
নাগুয়ার জেলার ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট এন.আর. চৌধুরী টেলিফোনে সিনহুয়াকে বলেন, ভারতের দক্ষিণপশ্চিমাঞ্চলী মহারাষ্ট্র রাজ্যের লাটুর জেলার এ সকল ভ্রমণকারী উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের হিসার জেলার একটি তীর্থ স্থান দেখতে যাচ্ছিল।
তিনি জানান, চালক বাসটির নিয়ন্ত্রণ হারানোর পর রাজস্থানের নগৌড় জেলার কৃষ্ণগড়-হনুমানগড় মহাসড়কে একটি মিনিবাস সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেলে স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, নগৌড় জেলার কুচামান নগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, আহতদের মধ্যে চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রাখা হলেও মারাত্মকভাবে আহত অপর ছয়জনকে রাজ্যের রাজধানী জয়পুরের একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভারতে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত
আন্তর্জাতিক
0 Views