ভারতের পার্লামেন্টের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। শপথ গ্রহণের পর প্রেসিডেন্টকে গান স্যালুট দেয়া হবে।
দ্রৌপদীই প্রথম নৃগোষ্ঠী নারী যিনি ভারতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। গত সোমবার বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭ ভোট পান তিনি।
সাবেক শিক্ষক ৬৪ বছর বয়সের দ্রৌপদী ওড়িশার মেয়ে। গত কয়েক দশক ধরে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য কাজ করে যাচ্ছেন। ঝাড়খণ্ডের প্রদেশিক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন দ্রৌপদী।
প্রসঙ্গত, ভারতে প্রেসিডেন্ট পদটি অনেকটা আলঙ্কারিক। রাষ্ট্রের সর্বোচ্চ পদ হলেও দেশ পরিচালনায় প্রেসিডেন্টের তেমন ভূমিকা নেই।