এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা আজ থেকে শুরু হচ্ছে ঢাকার একটি হোটেলে। ঢাকায় সভাটির আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তা অন্য কোথাও স্থানান্তর করতে বলেছে। ঢাকা থেকে সভাটি অন্য কোথাও না সরালে এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে না বলে হুমকিও দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে।
আগস্টে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছে এর আগে। সাম্প্রতিক এ ঘটনাগুলোয় মনে হতে পারে, বিসিসিআইয়ের সঙ্গে হয়তো বিসিবির সম্পর্ক তেমন ভালো নয়। যদিও কাল রাতে বিসিসিআই জানিয়েছে, এসিসির সভায় অনলাইনে যোগ দিতে পারে তারা।
কাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন, ‘আমাদের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক সব সময় ভালো ছিল। এখনো খুবই ভালো আছে।’ পরে তিনি জানিয়েছেন, দুই দলের জন্য সুবিধাজনক সময়েই সিরিজটির সূচি নির্ধারণ করা হয়েছে।
ভারতের এসিসির সভায় যোগ না দেওয়ার খবর কয়েক দিন ধরেই আলোচনায় ছিল। এ নিয়ে বিসিবির ভেতরেও চাপে ছিলেন আমিনুল। এমনও গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত হয়তো সভাটি স্থগিত করে দিতে হতে পারে। সেখান থেকে কীভাবে বিসিসিআইকে রাজি করালেন?
আমি এখানে বিস্তারিত বলব না। তবে বাংলাদেশ গর্ব করতে পারে। আমরা যে কাজটা করেছি, আমি বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে গর্ব করতে পারি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম
আমিনুলের উত্তর, ‘দুই দিন ধরে বেশ কিছু পরিকল্পনা করছি। সবার আগে ক্রিকেট। আমাদের সকলের মধ্যে যদি কোনো ভুল–বোঝাবুঝি থেকে থাকত, যেহেতু বাংলাদেশে এসিসির এজিএমটা আয়োজন করছি, সেই দায়িত্বটা নিয়ে সকলের সাহায্য নিয়ে আমরা সবাইকে রাজি করাতে পেরেছি ক্রিকেটের স্বার্থে।’ বিসিবি সভাপতি এর আগে জানিয়েছিলেন, এসিসির সভায় তাঁরা কেবল আয়োজক, এর বাইরে তাঁদের ভূমিকা নেই। তবু এ নিয়ে আলোচনা ছিল। অনেকটা মুখোমুখি অবস্থায় চলে গিয়েছিল বিসিসিআই ও এসিসি। এই দূরত্ব মেটাতে কি বিসিবির কোনো ভূমিকা ছিল? আমিনুল বলেছেন, ‘আমি এখানে বিস্তারিত বলব না। তবে বাংলাদেশ গর্ব করতে পারে। আমরা যে কাজটা করেছি, আমি বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে গর্ব করতে পারি।’
এশিয়া কাপ আদৌ হবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। বিষয়টি নিয়ে আজ এসিসির সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন আমিনুল, ‘এশিয়া কাপ নিয়ে… এটা কালকে (আজ বৃহস্পতিবার) আমাদের এজিএম আছে, সেখানে এজেন্ডাগুলোর একটি এটি। ওখানে আলোচনা হবে।’