ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ নিহত হয়েছেন ১১ জন। গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। নিহতদের মধ্যে ৬ জন নারী, ৪ জন পুরুষ ও ১ জন শিশু। শনিবার (১৩ মার্চ) রাজস্থানের যোধপুরে ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, যোধপুরের শেরগড় এলাকার বালোত্রা-ফালোদি মেগা হাইওয়েতে একটি ট্রাক ও জিপের মধ্যে সংঘর্ষ হয়। বিয়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে রাজস্থানের মন্দিরে যাচ্ছিলেন ওই নবদম্পতি।
হাইওয়ের ওপর আচমকাই উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবদম্পতিসহ ১১ জনের। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত তিনজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে যোধপুরের স্থানীয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন এক নবদম্পতি। গত ২৭ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল তাদের।