ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারতের পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোরদার হচ্ছে ছাত্র আন্দোলন। বিজেপির বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। যদিও এ সব কিছুকে দেশবিরোধী চক্রান্ত হিসেবে দেখছে বিজেপি।
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরোধী আন্দোলনে যখন উত্তাল পশ্চিমবঙ্গ। তখন নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে পশ্চিমবঙ্গ কংগ্রেসকে নেতৃত্বের পাঠ শেখাতে কলকাতা সফরে ভারতের সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রসের শীর্ষ নেতা পি চিদম্বরম। শনিবার (১৮ জানুয়ারি) দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
এর আগে শুক্রবার রাতে পার্ক সাকার্সে সিএএ-বিরোধী মঞ্চে উপস্থিত হয়ে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চিদম্বরম।
এদিকে, বিজেপি’র আচরণকে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে আন্দোলনে নেমেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সমর্থন জানিয়েছেন প্রখ্যাত ভাষাবিদ ড. পবিত্র সরকার থেকে শুরু করে জনপ্রিয় চিত্র শিল্পী ওয়াসীম কাপুরও।
চলমান আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শক্তি তৃণমূল এবং বিজেপি। তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বলেন, ‘কোন ভয় পাবেন না মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী যতদিন থাকবেন এনআরসি করার ক্ষমতা কারোর নেই।’ বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘মমতা ব্যানার্জি রাস্তায় নেমে আন্দোলন করতেন। এখনো রাস্তায় নেমেই তিনি আন্দোলন করতে ভালোবাসেন।’
গেল ডিসেম্বরে থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব রাজনৈতিক বিভিন্ন দল। সূত্র : সময় টিভি ও এনডিটিভি