ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪ : ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজধানী নয়াদিলিতে বিােভ ক্রমেই বাড়ছে। এসময় বিােভকারীরা ধর্মনিরপে সংবিধান সমুন্নত রাখার দাবি জানান। এদিকে, নতুন ওই আইন চ্যালেঞ্জ করে আবেদন শুনানি আগামী ২২ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব পাচ্ছেন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেয়া মুসলমান বাদে অন্য সব ধর্মাবলম্বী। বিশেষকরা বলছেন, হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্র গড়ে তুলতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে এই আইন প্রণয়ন করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধন বিল অনুমোদন দেয় দেশটির মন্ত্রিসভা। এরপর তা সংসদের উভয়কক্ষে পাস হয়। পরে বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়। এই আইনের ফলে দেশটিতে অবস্থান করা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মের অবৈধ অভিবাসীরা নাগরিক হওয়ার আবেদন করতে পারবেন। তবে মুসলিমরা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না।