স্পোর্টস ডেস্ক: হাই ভোল্টেজ ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তান দলের এমন দুর্দান্ত জয়ে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক, ক্রিকেট লিজেন্ড ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
বসে থাকতে পারেননি দেশটি ইতিহাসে ওয়ানডে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি খেলা দেখার একটি মুহূর্তের ছবি আপলোড করে বাবর আজম, রিজওয়ান এবং শাহিন আফ্রিদিদের ভূয়সী প্রশংসা করেন। টুইটে তিনি লিখেন, অভিনন্দন টিম পাকিস্তান। বিশেষ করে সামনে থেকে নেতৃত্ব দেয়া বাবর আজমকে। সেই সঙ্গে রিজওয়ান এবং শাহীন আফ্রিদির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য। জাতি আপনাদের সবাইকে নিয়ে গর্বিত।
উল্লেখ্য, টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। অধিনায়ক কোহলির অর্ধশত রানে ভর করে ভারত ২০ ওভারে মাত্র ১৫১ রান করে ভারত। পাকিস্তানের শাহিন আফ্রিদি ৩টি এবং হাসান আলী দুটি উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে দুই ওপেনার রিজওয়ান এবং বাবর আজমের তান্ডবেই ম্যাচ জিতে যায় পাকিস্তান। ১৭.৫ ওভারে তারা ম্যাচটি জিতে যায় কোন উইকেট না হারিয়েই। রিজওয়ান ৫৫ বলে ৭৯ রান করেন। বাবর আজম ৫২ বলে ৬৮ রান করেন।