বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনে চমকপ্রদ ঘটনার অভাব নেই। কিন্তু এবার যা ঘটেছে, তা যেন রীতিমতো সিনেমার চিত্রনাট্য! এক ভক্ত তাঁর জন্য রেখে গিয়েছিলেন ৭২ কোটি রুপির (প্রায় ১০০ কোটি টাকা) সম্পত্তি। আর সঞ্জয় দত্ত? অবাক করে দিয়ে সবই ফিরিয়ে দিয়েছেন সেই ভক্তের পরিবারকে। সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন ২০১৮ সালের সেই বহুল আলোচিত ঘটনার কথা। তিনি বলেন, ‘আমি ওটা ওর পরিবারকে ফেরত দিয়ে দিয়েছি।’ ওই ভক্ত নিশা পাটিল, ছিলেন মুম্বাইয়ের এক গৃহিণী। জানা যায়, মৃত্যুর আগে তিনি নিজের সম্পত্তি সঞ্জয় দত্তের নামে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ব্যাংককে। তাঁর মৃত্যু হয় ২০১৮ সালে।
পেত্নীর সঙ্গে লড়াইয়ে সঞ্জয় দত্ত!
সে সময় খবরটি শোরগোল ফেলে দিয়েছিল ভারতজুড়ে। একজন তারকার জন্য এমন আবেগঘন সম্পত্তি হস্তান্তর যেমন বিরল, তেমনি সঞ্জয়ের তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও প্রশংসিত হচ্ছে। বহু বছর পর আবার আলোচনায় উঠে এল এ ঘটনা এবার অভিনেতার নিজ মুখেই।
১৯৮১ সালে ‘রকি’ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক ঘটে সঞ্জয় দত্তের। এরপর ‘নাম’, ‘সাজন’, ‘খলনায়ক’, ‘বাস্তব’, ‘মুন্নাভাই এমবিবিএস’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে জীবনের পথচলা ছিল উত্থান-পতনে ভরা। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাঁচ বছর জেল খেটেছেন, যা শেষ হয় ২০১৬ সালে।
ভিসা বাতিলে ক্ষুব্ধ সঞ্জয় দত্ত বললেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে!’
সঞ্জয় দত্তকে সর্বশেষ দেখা গেছে ‘ভূতনি’ ও ‘হাউসফুল ৫’-এ। আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাবে তেলুগু ছবি ‘অখণ্ড ২’, যেখানে তিনি অভিনয় করছেন বালাকৃষ্ণার সঙ্গে। এ ছাড়া ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’, যেখানে রয়েছেন রণবীর সিং, মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও সারা অর্জুন।