ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: কবে আসবে একটি নিরাপদ ভ্যাকসিন, এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্বব্যাপী। গবেষকরা জানিয়েছেন, ২০২১ সালের শুরুতে একাধিক টিকা পাবে বিশ্ব। এই মুহূর্তে মোট ১৫০টি টিকা বানানো হচ্ছে। তার মধ্যে অন্তত ১০টি ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে। সবচেয়ে তাড়াতাড়ি যেগুলোর বাজারে আসার সম্ভাবনা, এর মধ্যে অন্যতম- মার্কিন মর্ডানা ও ফাইজার, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং চীনা সংস্থা সিনোভ্যাক-এর টিকা।
অক্সফোর্ডের টিকা নিয়ে আর কোনো জটিলতা দেখছেন না গবেষকরা। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার সমন্বয়ে তৈরি টিকা ডিসেম্বরে বড়দিনের পর অর্থাৎ নতুন বছরের শুরুতেই মিলবে বলে জানিয়েছেন ব্রিটেনের শীর্ষ এক মেডিকেল কর্মকর্তা।
মার্কিন প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে, তাদের বানানো টিকা কতটা নিরাপদ তার ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন গবেষকরা। টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে অন্তত ৪৪ হাজার মানুষের উপর। প্রতিষ্ঠানটি প্রস্তুতি নিয়েছে গণহারে উৎপাদনের। এর মাধ্যমে তারা জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের জন্য অনুমোদন নিতে চায়। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ, নভেম্বরে নির্বাচনী মাসেই টিকা পাবেন মার্কিনরা।
এদিকে প্রাথমিকভাবে ৩০ কোটি মানুষের জন্য ৬০ কোটি ডোজ নিশ্চিত করতে কাজ করছে ভারত। ডিসেম্বরকে সম্ভাব্য সময় ধরে এগোচ্ছে দেশটি। ঠিক হয়েছে অগ্রাধিকার তালিকা। যাতে রয়েছেন, স্বাস্থ্যকর্মী, পুলিশ, পৌরসভা-পঞ্চায়েত ও বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা। তাদের সংখ্যা তিন কোটি। এছাড়াও রয়েছেন ২৬ কোটির বেশি বৃদ্ধ।
মোদি প্রশাসনের আশাবাদ, ভারত অক্সফোর্ডের টিকা মার্চ নাগাদ পেতে পারে। এছাড়া রুশ টিকা ‘স্পুটনিক ফাইভ’-এর ক্লিনিক্যাল ট্রায়াল ভারতে এতদিন স্থগিত ছিল, যা আবারো চালু হয়েছে। সূত্র: সময় টিভি