ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে ফের উদ্বেগ বাড়ছে। তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বালমোরাল প্যালেস থেকে এমনটাই জানানো হয়েছে। খবর এপির।
৯৬ বছর বয়সী রানি বর্তমানে তার গ্রীস্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে রয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি।
পরদিন বুধবার (৭ সেপ্টেম্বর) প্রিভি কাউন্সিলের সঙ্গে এক বৈঠক থাকলেও তা বাতিল করেন রানি। এপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বালমোরাল প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আজ সকালে পর্যবেক্ষণের পর চিকিৎসকরা রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানান। এরপর তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ মুহূর্তে রানি বালমোরাল প্রাসাদে রয়েছেন এবং ‘ভালো’ আছেন। ছেলে প্রিন্স চার্লস ও নাতি প্রিন্স উইলিয়াম তাকে দেখতে বালমোরাল প্রাসাদের উদ্দেশে রওনা হয়েছেন।