ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মফিজুর রহমান নামের এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁর পিঠে দুটি ও কোমরের নিচে একটি গুলি বিদ্ধ হয়েছে। আজ শুক্রবার রাত আটটার দিকে উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ায় এ ঘটনা ঘটে।
মফিজুর রহমান ওরফে মুকুল (৫২) উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ার বাসিন্দা। তিনি নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
