ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ব্রাজিলে কোভিড উনিশে গড়ে দৈনিক হাজার ছাড়াচ্ছে মৃত্যু। তবে কেবল স্বাস্থ্যবিধি মেনে চলাও সচেতন থাকায় ভালো আছেন প্রবাসী বাংলাদেশিরা। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খোলায় কাজেও ফিরছেন তারা। এদিকে, রাশিয়াতেও করোনাভীতি দূর করে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরেছেন বাংলাদেশিরা।বিশ্বে কোভিড-নাইনটিনে এখন আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে ল্যাটিন আমেরিকার ব্রাজিল। সরকারের উদাস মনোভাবের কারণেই এমন করুন পরিণতি ভোগ করতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে দেশটিতে থাকা বাংলাদেশিরা বলছেন, ব্রাজিলবাসীর স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও, এ জন্য কম দায়ী নয়। ব্রাজিলে সচেতনতা বজায় রেখে ভালো আছেন প্রবাসীরা, ফিরছেন কর্মজীবনেও।
সংক্রমণের গতি না কমলেও ব্রাজিলে স্বাভাবিক এখন জনজীবন। খুলে গেছে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান। অনেককে দেখা গেছে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে, বর্ণবাদবিরোধী বিক্ষোভে নামতে।
এদিকে, তালিকার তৃতীয় স্থানে থাকা দেশ রাশিয়ায় পরিপূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন বাসিন্দারা। স্বাস্থ্যবিধি মেনে মুক্তমনে কর্মস্থলে ফিরেছেন বাংলাদেশিরাও।
রাশিয়াতে যে বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের সবাই ইতোমধ্যে সেরে উঠেছেন।