ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ব্রাজিলের ৩৮টি আদিবাসী অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় আদিবাসী সংগঠন এপিআইবি। তারা একটি জরিপ চালিয়ে শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে বলেছে, ভাইরাসটি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সংক্রমিত করেছে। অন্তত ৩৮টি আদিবাসী অঞ্চলে এটি ছড়িয়েছে। এখন পর্যন্ত ৪৪৬ জন আদিবাসী আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ৯২ জন। ভুক্তভোগীদের বেশিরভাগই আমাজনের।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যমতে প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রাজিলে ২ লাখ ২০ হাজার ২৯১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে প্রায় ১৫ হাজার মানুষ এরিমধ্যে প্রাণ হারিয়েছে। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ব্রাজিলের গহীন আমাজনে খনি শ্রমিকদের অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এই ভাইরাস প্রথম আদিবাসীদের মধ্যে ছড়ায় বলে জানিয়েছে দ্য সোসিও এনভায়রনমেন্টাল ইন্সটিটিউট (আইএসএ)।
মূলত শুরু থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ব্রাজিল। সেখানকার চিকিৎসা ব্যবস্থা একরকম ভেঙে পড়েছে। লাতিন আমেরিকার এই দেশটি নতুন হটস্পট হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই সতর্ক করেছে।