স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ব্যাটিং লাইনে চার বা পাঁচ নম্বরে থাকলে ভালো ব্যাট করবে লিটন টাস। যেহেতু ঢাকা টেস্টের প্রথম দিনে সোমবার শ্রীলংকার বিপক্ষে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ২৫৩ রানের জুটি গড়ার পথে মুশফিক-লিটন দুজনেই জোড়া সেঞ্চুরি তুলে নেন। ১১৫ ও ১৩৫ রানে অপরাজিত আছেন মুশফিক-লিটন।
লিটনের বদলে যাওয়ার প্রসঙ্গে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে টেকনিক খুবই গুরুত্বপূর্ণ। লিটনের খেলা অনেক বিবর্তিত হয়েছে। খুব ভালো ব্যাটিং টেকনিক আয়ত্ত করেছে সে। গত দেড় বছর ধরে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার খুব ভালো পথ সে খুঁজে নিয়েছে। সে জানে, কখন ঘাম ঝরাতে হবে, কখন নয়। খুব ভালো একটি রুটিন সে অনুসরণ করছে।
তিনি আরও বলেন, নিজের খেলা সে পরের ধাপে নিয়ে গেছে। আমার মনে হয়, ব্যাটিং অর্ডারের নিচের দিকে থাকাটা তাকে সহায়তা করছে। সামনের সময়ে অবশ্যই সে বাংলাদেশের হয়ে চার বা পাঁচ নম্বরে ব্যাট করবে। ছয়-সাতে খেলতে নামলে, চাপ অনেকটাই সরে যায় তার ওপর থেকে। এখানে নেমে সে অভিপ্রায় দেখাতে পারে, ইতিবাচক ব্যাটিং করতে পারে।
ডমিঙ্গো বলেন, এটা তার স্রেফ তৃতীয় সেঞ্চুরি। এখনও তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। সে দুর্দান্ত ক্রিকেটার, দেখার জন্য দারুণ প্রশান্তিময়। সে সম্ভাব্য সফল এক টেস্ট ক্যারিয়ারের এখনও কেবল শুরুতে আছে সে। অনেক কাজ করার এখনও বাকি। গত দেড় মাসে সে অনেক কাজ করেছে, তবে তার অধ্যায় এখনই শেষ নয়।