মাহমুদ উল্লাহ সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি, ১৮ রান আউটে হন। শেখ মেহেদীর সঙ্গে টেলএন্ডারদের ব্যাটিং অনুশীলনটাও ভালো হলো না।
এই প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল উড়াল দেবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর ম্যাচ দিয়ে বাংলাদেশের মূল বিশ্বকাপ মিশন শুরু হবে।