চলমান আইপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি দিল্লি ক্যাপিটালস। টানা পরাজয়ের বৃত্তে থাকা মুস্তাফিজরা আজ প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। শনিবার (১৫ এপ্রিল) ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এবারের আইপিএলে দিল্লিকে ভোগাচ্ছে তাদের ব্যাটিং ব্যর্থতা। মারাত্মক সড়ক দুর্ঘটনায় আগেই ছিটকে গেছেন দলটির অন্যতম সেরা ব্যাটার ঋশভ পন্থ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিজে ভালো খেললেও দলকে জেতাতে পারছেন না। এতে চাপ বাড়ছে প্রতি ম্যাচেই।
বিদেশি ব্যাটারদের মধ্যে রাইলি রুশো, রোভমান পাওয়েলরা ছন্দে নেই কেউই। এক ম্যাচ সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩৮ রান দিয়ে বাংলাদেশের এই পেসার নিয়েছেন এক উইকেট। পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ দুই ম্যাচ খেলেও ব্যর্থ। ডাক মেরে টুর্নামেন্ট শুরু করা মার্শ করেছেন ৪ রান। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার পেয়েছেন ১ উইকেট। খরুচে বোলিং করেছেন এনরিখ নরকীয়া।
আজকের ম্যাচের দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ :
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, রিপাল প্যাটেল, খলিল আহমেদ, কুলদীপ যাদব, অ্যানরিচ নর্টজে ও মুস্তাফিজুর রহমান।