বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরে খোলা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিটের (আরএফসিডি) ওপর ৭ শতাংশের বেশি সুদ দেবে ব্যাংক। পাশাপাশি এই হিসাব থেকে দেশের বাইরে অর্থ পাঠানো, একাধিক কার্ড ইস্যুসহ বিভিন্ন সুবিধা মিলবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, দেশে চলমান ডলার সংকট নিরসনে এই উদ্যোগ নেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আরএফসিডি অ্যাকাউন্টে একজন সর্বোচ্চ ১০ হাজার ডলার জমা রাখতে পারবেন। যার ওপর বেঞ্চমার্ক রেটের সঙ্গে আরও দেড় শতাংশ সুদ দেবে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক।
এই হিসাবে সঞ্চয়ের বিপরীতে দুটি সাপ্লিমেন্টারি কার্ড ইস্যু করা যাবে। সন্তান বা ভাই-বোনসহ হিসাবধারীর ওপর নির্ভরশীল ব্যক্তি তা ব্যবহার করতে পারবেন। এখান বিদেশে শিক্ষার খরচও পাঠানো যাবে।
এছাড়া হিসাবধারীর ওপর নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ও বহন করা যাবে। অর্থাৎ তার স্ত্রী বা স্বামী, সন্তান, ভাই-বোন, বাবা-মা এই সুবিধা পাবেন।