স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসিস নির্বাচন ২০২৪-২০২৬-এর জন্য মনোয়ান পত্র জমা দিলেন নগদ লিমিটেডের কো-ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্ট নিয়াজ মোর্শেদ এলিট। নমিনেশন জমা দিয়ে এলিট বলেন, ডিজিটাইজেশন নিশ্চিত করার পর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে চলছি আমরা। সব মিলে উন্নয়নের এক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে পথ চলছি। এই সন্ধিক্ষণে থেকে উন্নত বাংলাদেশ গড়ার পথে বেসিসকেই নেতৃত্ব দিতে হবে। বিনির্মাণ করতে হবে স্মার্ট দেশ, স্মার্ট অর্থনীতি। বেসিস থেকেই এই অগ্রযাত্রার শুরু হবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলপন, কাঙ্খিত সেই লক্ষ্য পূরণে, আসন্ন বেসিস নির্বাচনের জন্য আমি আমার নমিনেশন জমা দিয়েছি ‘টিমস্মার্ট’থেকে। উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বেসিসকে নিয়ে এগিয়ে যেতে আপনাদের ভালোবাসা আর সক্রিয় সমর্থন প্রয়োজন। আগামী নির্বাচনে আমাদের ‘টিমস্মার্ট’ প্যানেলকে জয়যুক্ত করে বেসিসকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের ভালোবাসা ও সমর্থন চাই।নি
নিয়াজ মোর্শেদ এলিট, নগদ লিমিটেডের কো-ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর। নয় কোটির বেশী গ্রাহক নিয়ে নগদ বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল ফাইনান্সিয়াল সার্ভিস হিসেবে সেবা দিয়ে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই আমরা দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবেও আত্মপ্রকাশ করবো। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলছি।
নগদ মানেই ফিনটেক জগতে ইনোভেটিভ ও ডিজরাপ্টিভ একটি ব্র্যান্ড। যে ব্র্যান্ড প্রচলিত জরাজীর্ণ প্রথাকে ভেঙেচুরে নতুন সম্ভাবনাকে খুঁজে নেয়। ডিজরাপশন মানেই ঝুঁকি নেয়া, নিজের দক্ষতায় বিশ্বাস করা এবং পরিবর্তনের পথ দেখানো। সে কারণেই আমরা সবসময় ডিজরাপশনে বিশ্বাসী। আর সত্যিকার পরিবর্তন আনতে ডিজরাপশনের কোনো বিকল্প নেই। যেমনটা করেছে নগদ। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে আর্থিক অন্তর্ভুক্তিকে আমরা নিয়ে গেছি উল্লেখযোগ্য একটি অবস্থানে। মাঝে সময়টা এমনও গেছে – প্রতি মিনিটে ৩/৪ জন গ্রাহকও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এই প্রযুক্তিগত এই সেবা কিন্তু আমাদের দেশেই; আমাদের হাতেই গড়া।
আসন্ন বেসিস নির্বাচনে ‘টিমস্মার্ট’কে আমার ঠিক এমনই উদ্যোমী আর নতুন কিছু করার ক্ষেত্রে প্রাণশক্তি ভরপুর একটা দল মনে হয়েছে বলেও জানান এলিট। যেখানে তারুণ্যের শক্তিই সবচেয়ে বড় নিয়ামক। এই প্যানেলের প্রত্যেকেই দেশ সেরা বিভিন্ন কোম্পানির নেতৃত্বে আছেন। এই দলটি ডিজরাপশন, ইনোভেশন এবং প্রচলিত অচলাবস্থা ভাঙার মূল্যবোধগুলো ধারণ করে – যা আমাদের নগদের মূল্যবোধের সাথেও মিলে যায়। সে কারণেই আমি এখানে একাত্ম।
#TeamSmart #SmartTeam #PositiveDisruption #SmartBASIS #SmartBangladesh #BASIS