ফরিদগঞ্জ, (চাঁদপুর) প্রতিনিধি: বেশি দামে আদা বিক্রির অভিযোগ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সদর বাজারে ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসায়ীকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। রোববার (২৫ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূর হোসেন রুবেলের নেতৃত্বে ফরিদগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করে।
ফরিদগঞ্জ বাজারে বিশেষ করে আদা বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত মুনাফায় বিক্রি করার খবর পেয়ে সাবি্বর স্টোরকে দুই হাজার টাকা, কানু স্টোরকে দেড় হাজার টাকা, খোকন স্টোরকে দেড় হাজার, ওমর জেনারেল স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের আগে প্রতিকেজি আদা ৩শ’ টাকা বিক্রি করছিল। কিন্তু ওই অভিযানের পর আবার সেই আদাই কেজি প্রতি ২৭০ টাকা বিক্রি করতে থাকে।
এ নিয়ে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূর হোসেন রুবেল এ প্রতিনিধিকে বলেন, অতিরিক্ত দামে আদা বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনের ৩৮/৪০ ধারায় ফরিদগঞ্জ বাজারের ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।