রাজধানী ডেস্ক, ৩০ অক্টোবর, এইউজেডনিউজ২৪: রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বুধবার সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে পাঁচ শিশু নিহত এবং ২২ জন আহত হয়েছেন। রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ ইউএনবিকে বলেন, ‘বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এক বিক্রেতা বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচ শিশু নিহত হয়।’ মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, দ্রুত ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চারজনের লাশ পড়ে থাকতে দেখেন।
আরেকজনের লাশ কাছের একটি বস্তি থেকে উদ্ধার করা হয়, বলেন তিনি। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং বাকিদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : ইউএনবি