ইসলাম ও ধর্ম ডেস্ক, এইউজেডনিউজ২৪: বৃহস্পত্রিবার (৭ মে) জোহর নামাজের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য দেশের সব মসজিদ খুলে দেয়া হচ্ছে। এর আগে, বাংলাদেশসহ সারাবিশ্বে কোভিড-১৯ মহামারী করোনাভাইরাসে প্রার্দভাবে মুসলমানদের সামাজিক দূরত্ব বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (৭ মে)। বুধবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র সময় সংবাদকে জানিয়েছে।
তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে শর্ত দুইজন মুসল্লির মধ্যে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া দুই কাতার পর এক কাতারের জায়গা ফাকা রাখতে হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রস্তুত করা হচ্ছে। আজকের মধ্যে জারি করা হবে। সূত্র : সময় টিভি ও এটিএন বাংলা