দুই দফা বৃষ্টির পর কমে এসেছে বাংলাদেশ-ইংল্যান্ড আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের দৈর্ঘ্য। খেলা শুরু হয় রাত ৮টায়। খেলা হবে ৩৭ ওভারে।
বাংলাদেশের ইনিংসের ৩০ ওভারের পর বৃষ্টি শুরু হলে কাভারে ঢাকা পড়ে পিচ।
অর্ধশতক করা মেহেদী হাসান মিরাজ ৭৩ বলে ৬০ এবং তাওহিদ হৃদয় ১২ বলে ৫ রানে ব্যাটিং শুরু করেন। তবে বৃষ্টির পর মাঠে নেমেই ক্যাচ তুলে সাজঘরে ফেরেন হৃদয়।
বৃষ্টির আগে ওপেনার তানজিদ হাসান ৪৫, লিটন দাস ৫, নাজমুল হোসেন ২, মুশফিকুর রহিম ৮ ও মাহমুদ উল্লাহ রিয়াদ ১৮ রান করে আউট হয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাস বলছিল, গুয়াহাটিতে বৃষ্টির বাধায় পড়তে পারে বাংলাদেশ-ইংল্যান্ড আনুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচটি।