আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জন মারা যাবার ঘটনায় ময়ুর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদকে রাজধানীর সোবাহানবাগ থেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। মামলার ৯ দিনের মাথায় রাত ৩টার দিকে গ্রেপ্তার করা হয় তাকে।
নৌ পুলিশের পক্ষ থেকে জানা গেছে, ঘটনার পর ধানমন্ডিতে একটি ভাড়া বাসায় ওঠেন ময়ুর-২ এর মালিক। আত্মগোপনে থাকা মোসাদ্দেককে ধরতে নানা পন্থা নিয়েছিলো তদন্ত কর্মকর্তারা। অবশেষে আইনের জালে ধরা পড়লেন তিনি।
গত ২৯ জুন সকালে সদরঘাটে শ্যামবাজারের কাছে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড নামের লঞ্চটি চাদপুর রুটের ময়ুর-২ এর ধাক্কায় ডুবে যায়। যাতে প্রাণ হারান ৩৪ জন মানুষ।
৩০ জুন নৌ-পুলিশের পক্ষ থেকে ময়ুর-২ এর মালিক, মাস্টার, সুকানিসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে লঞ্চটির সুপারভাইজার আব্দুস সালামকে আটক করে পুলিশ। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর ও এটিএন বাংলা