স্টাফ রিপোর্টার ॥ গত শুক্রবার জাতীয় যাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশের খ্যাত মান শিল্পীদের শিক্ষালয় ‘বুলবুল ললিতকলা একাডেমী শিক্ষক সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী, আকতার হোসেন কোং-এর চেয়ারম্যান, এসসিসি ব্যাংক ও মীর সিমেন্ট কোং-এর ম্যানেজিং ডাইরেক্টর মিসেস সোহেলা হোসেন, সভাপতিত্ব করেন বুলবুল ললিতকলা একাডেমী শিক্ষক সমিতির চেয়ারম্যান এ টি এম মোস্তফা, ধন্যবাদ জ্ঞাপন করেন বাফা সভাপতি হাসানুর রহমান বাচ্চু, স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সফিকুর রহমান সবুজ এবং সভা পরিচালনা করেন অধ্যাপক সায়মা ফিরোজ মিতা ও তরুণ রাসেল। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাফা অধ্যক্ষ খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন বাফা সচিব মোঃ ফজলুর রহমান, সাবেক সিএফও যমুনা ব্যাংক অসীম কুমার বিশ্বাস।
দ্বিতীয় পর্বে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে তবলার গ্রপের তাদের কৃতিত্বেও সাথে যন্ত্রেও মোহনা প্রকাশ করে। পওে হয় বিশিষ্ট রবীন্দ্র সংগীত জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী খন্দকার খায়রুজ্জামান কাইয়ুনের পরিচালনায় রবীন্দ্র সঙ্গীত। তবে জাতীয় শোক দিবসকে লক্ষ্য রেখে কোন করতালি গ্রহণ করেনি। এতে দেশের খ্যাতিমান শিল্পীদের উপস্থিতি মঞ্চ ভরপুর হয়। দৃষ্টিনন্দন আয়োজনে নবীন ও কিশোর ছাত্রছাত্রীদের সঙ্গীত চর্চার বিকাশ হয়। টিভি ও অনলাইন ম্যাডিয়ায় কৃতিত্ববান শিল্পীদের গান পরিবেশনায় হলরুম পিনপতন নিরবতার আবেগ সৃষ্টি হয়। দূর স্কুল থেকে আগত শিক্ষার্থীদের মাঝে ফুটে উঠে উৎসবের আমেজ। কন্ঠে মাধুর্য্যে শ্রোতা ও দর্শকদের উৎফুল্লতা লক্ষ্য করা যায়। রবীন্দ্র-নজরুল সঙ্গীত আর দেশাত্মবোধক গান প্রেমিকরা অনুষ্ঠানে এসে গর্ববোধ করে। কন্ঠে প্রতিভা বিকাশ রূপ চারিতায় উপস্থিত অনেক বয়স্ক ব্যক্তিবর্গ মুগ্ধ হয়। উল্লেখ্য শিল্পীদের মাঝে ছিলেন ফারজানা ইয়াসমীন লুনা, আমিরুল ইসলাম মনি, সোহেল রহমান, কাজল মুখার্জী, কৃষ্ণা আচার্য্য, আরিফুল চয়্ন, সংযুক্ত রায়, রীমা আলী, প্রদীপ সরকার, চৌধুরী মোস্তাক হোসেন ও অনিক বোশ। গীটারে ছিল তৌহিদ আলম খান সনেট, কীবোর্ডে আলী, প্যাডে হৃদয় কুমার টিটু, তবলা সঙ্গতে সুকোমল গোস্বামসী, পলাশ নন্দী, সুখময় সরকার সুখ ও মোহাম্মদ ইসলাম প্রমুখ।
বুলবুল ললিতকলা একাডেমী শিক্ষক সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠান
আজনিউজ২৪ :
0 Views