ইসরায়েলের আশালিম তাপ-সৌর বিদ্যুৎকেন্দ্রে মারাত্মক কারিগরি ত্রুটির ফলে রামাত নেগেভ এলাকার বাসিন্দারা বিষাক্ত গ্যাসের ঝুঁকিতে পড়েছেন। এতে স্থানীয়দের ঘরবন্দি অবস্থায় থাকতে বাধ্য করা হয়েছে। দুর্ঘটনাটি জনমনে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে এবং ইসরায়েলি সরকারের দায়িত্বহীন আচরণ নিয়েও উঠেছে প্রশ্ন।
ঘটনাটি ঘটে নেগেভ শহরের আশালিম হাইব্রিড বিদ্যুৎকেন্দ্রে, যেখানে তাপ ও সৌর প্রযুক্তির সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কেন্দ্রটির তেলভিত্তিক জ্বালানি ব্যবস্থায় একটি অস্বাভাবিক ও গুরুতর ত্রুটির ফলে বিপজ্জনক এবং প্রাণঘাতী গ্যাস ছড়িয়ে পড়ে আশেপাশের পরিবেশে।
স্থানীয় ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিবেদনে জানা গেছে, ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও ইসরায়েলের জ্বালানিমন্ত্রণালয় এখনো সুনির্দিষ্টভাবে দুর্ঘটনার উৎস শনাক্ত করতে পারেনি। পরিস্থিতির অবনতি ঠেকাতে কর্তৃপক্ষ এলাকাবাসীদের ঘরেই অবস্থান করতে বলেছে।
অন্যদিকে, ঘটনার ৩৬ ঘণ্টা পর অবশেষে ইসরায়েলি জ্বালানিমন্ত্রণালয় এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, “নাগরিকদের এখনও ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত, যাতে তারা সম্ভবত বিপদ থেকে নিরাপদ থাকতে পারেন।”
এই ধরণের দেরিতে প্রতিক্রিয়া এবং ধোঁয়াশাপূর্ণ নির্দেশনায় ইসরায়েলি প্রশাসনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও দায়বদ্ধতা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।
আশালিম বিদ্যুৎকেন্দ্রটির এ ধরণের কারিগরি ব্যর্থতা শুধু পরিবেশ নয়, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্যও ভয়ানক হুমকি হয়ে উঠেছে—বিশেষত যখন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সঠিক ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়।