ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ। এরমধ্যে ইউরোপের কয়েকটি দেশ লকডাউন শিথিল করায় নতুন করে সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। খুব দ্রুত সংক্রমণ ঠেকালেও দণি কোরিয়ায় আবারও পরিস্থিতির অবনতি হয়েছে। সামাজিক মেলামেশা বেড়ে যাওয়ায় সিউলে নতুন করে ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জার্মানিতেও আশংকাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চীনে গতকাল ১৭ জনের পর আজ আরো একজন শনাক্ত হয়েছে। নতুন করে ভাইরাসের বিস্তার রোধে ১০ দিনের মধ্যে উহানের ১ কোটি ১০লাখ মানুষকে আবার পরীার আওতায় আনা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপ। এদিকে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের দু’জন করোনা পজিটিভ হওয়ায়, সেখানে থাকা প্রত্যেক কর্মীর মাস্ক পড়া বাধ্যতামুলক করা হয়েছে। তবে কর্মস্থলেও সবার সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন বলে মাস্ক পড়তে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও শারীরিক সমতার বিচারে ৪৫ বছরের নিচের ইন্দোনেশিয়ার নাগরিকদের বাইরে কাজ করার অনুমতি মিলেছে। সিঙ্গাপুরেও আজ থেকে কিছু সেলুন, খাবারের দোকান খোলা হচ্ছে।
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭৮ হাজার।মারা গেছেন ২ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ
বিশেষ বুলেটিন
0 Views