ইন্টারন্যাশনাল ডেস্ক: কোভিড-১৯ করোনারভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ার পর সারাবিশ্বে আবারও নতুন করে বেশ কিছু দেশে করোনার সংক্রমণ আবারও বেড়েছে। সেই সাথে অনেক দেশে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
গত একদিনে বিশ্বে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৬ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছে ৭ লাখ ২৯ হাজার ৪৮৮ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৬৩২ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ৫৩ লাখ ৬০ হাজার ৪৬৭ জন।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্টওমিটারস থেকে শনিবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ১ লাখ ৬৩ হাজার ৭০৭ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১৬৫৩ জনে। এ নিয়ে মৃত্যু আক্রান্তের শীর্ষের থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২৬ হাজার ৭১৯ জন। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৬ লাখ ১০ হাজার ২৮১ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে নতুন করে ৯৩ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১১১ জনের। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ৩৫৪ জনে। আর মৃত্যু ১ লাখ ৪৭ হাজার ৪৮ জন।
বিশ্বব্যাপী করোনায় মৃত্যুতে ঊর্ধ্বমুখী থাকা দেশ রাশিয়াতে গত একদিনে মৃত্যু হয়েছে ১০৮০ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছে ২৭ হাজার ৭৪৩ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৩৮৯ জনে। আর মৃত্যু ২ লাখ ৯৫ হাজার ১০৪ জনে।
রাশিয়ার পর গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর দিক দিয়ে পোল্যান্ডের অবস্থাও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। দেশটিতে নতুন করে ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ২০ হাজার ২৭ জন। এ নিয়ে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ২৩ হাজার ৪৭২ জন। আর মৃত্যু সংখ্যা ৯০ হাজার ৮৭২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি এবং দক্ষিণ আফ্রিকাতে।