বিশ্বের বৃহৎ প্রজাতির প্রজাপতির সবার ওপরে রয়েছে কুইন আলেকজান্দ্রাস বার্ডউইং। পূর্ব পাপুয়া নিউগিনির ওরো প্রদেশের বনে এটির বসবাস। এ প্রজাতির প্রজাপতিটি বর্তমানে বিপন্ন। এ প্রজাপতির একেকটির ডানা ৩১ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।
গোলিয়াথ বার্ডউইং

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি গোলিয়াথ বার্ডউইং। এটির ডানা ২৮ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। অনেক প্রজাপতির মতো এ প্রজাতির পুরুষ প্রজাপতি স্ত্রী প্রজাপতির চেয়ে বেশি বর্ণিল হয়। তবে স্ত্রী গোলিয়াথ বার্ডউইং পুরুষ প্রজাপতির চেয়ে তুলনামূলক বেশি বাদামি রঙের হয়ে থাকে। নিউগিনি ও ইন্দোনেশিয়ায় এ প্রজাপতির দেখা পাওয়া যায়।
জায়ান্ট আফ্রিকান সোয়ালোটেল
পশ্চিম ও মধ্য আফ্রিকার চিরহরিৎ বনাঞ্চলের সবচেয়ে ঘন অংশ ও ঘাসযুক্ত পাহাড়ের চূড়ায় প্রজনন মৌসুমে জায়ান্ট আফ্রিকান সোয়ালোটেল নামের এ প্রজাপতির দেখা পাওয়া যায়। সবচেয়ে বিষাক্ত প্রজাতির প্রজাপতির মধ্যে অন্যতম এটি। এ প্রজাতির প্রজাপতি শিকার করার মতো কেউ আছে বলে জানা যায় না। বিরক্ত করা হলে এটি বাতাসে দুর্গন্ধযুক্ত রাসায়নিক ছড়িয়ে দিতে পারে। ১৭৮২ সালে আবিষ্কৃত হলেও এ প্রজাতি সম্পর্কে বেশি কিছু জানা যায় না। এ প্রজাপতির ডানা ২৩ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
রিপনস বার্ডউইং
কীটতত্ত্ববিদ পিটার ক্র্যামার ১৭৭৫ সালে প্রথম এ প্রজাপতির কথা উল্লেখ করেন। হলুদ ও কালো দাগের কারণে রিপনস বার্ডউইংকে প্রায়ই ভিমরুলের সঙ্গে তুলনা করা হয়। এ প্রজাতির প্রজাপতি ইন্দোনেশিয়ার মোলুক্কাস ও সুলাওয়েসি অঞ্চলে পাওয়া যায়। এটির অস্তিত্ব নিয়ে বিশেষ কোনো হুমকি নেই, তবে এটির সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রজাতির একেকটি প্রজাপতির ডানা ২০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
ওয়ালেসেস গোল্ডেন বার্ডউইং
ইন্দোনেশিয়ার উত্তর মোলুক্কাস অঞ্চলে ওয়ালেসেস গোল্ডেন বার্ডউইংয়ের দেখা পাওয়া যায়। এটির ডানা লম্বায় ২০ সেন্টমিটার পর্যন্ত হয়ে থাকে। ২০১৮ সালে ‘অস্তিত্ব প্রায় হুমকির সম্মুখীন’ পতঙ্গ হিসেবে এটিকে শ্রেণিবদ্ধ করা হয়েছিল। এটি নিম্নভূমির প্রজাপতি। জলাভূমি ও অন্যান্য আর্দ্র স্থানে বসবাস করতে পছন্দ করে এরা।
পালাওয়ান বার্ডউইং

পালাওয়ান বার্ডউইং ট্রায়াঙ্গেল বার্ডউইং নামেও পরিচিত। ফিলিপাইনের পালাওয়ান প্রদেশে এগুলোর দেখা পাওয়া যায়। এ প্রজাতির প্রজাপতির ডানা ১৯ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। এ প্রজাতির পুরুষ প্রজাপতির চেয়ে স্ত্রী প্রজাপতির রং অপেক্ষাকৃত বেশি বাদামি হয়ে থাকে।
বুরু ওপালাসেন্ট বার্ডউইং
ইন্দোনেশিয়ার বুরু অঞ্চলে এ প্রজাতির প্রজাপতির বসবাস। অঞ্চলটির নামেই এটির নামকরণ করা হয়েছে। এ ছাড়া ইন্দোনেশিয়ার মোলুক্কাস দ্বীপপুঞ্জের বনেও এগুলোর দেখা পাওয়া যায়। বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ার কারণে এ প্রজাপতিকে বিপন্ন প্রজাতি হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। এদের ডানা ১৯ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
চিমায়েরা বার্ডউইং

নিউগিনি ও ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলে চিমায়েরা বার্ডউইংয়ের বসবাস। ওই অঞ্চলের চিরহরিৎ বনের হিবিস্কাস ও স্প্যাথোডিয়া গাছের চূড়ায় ঘুরে বেড়ায় এরা। এ প্রজাতির স্ত্রী প্রজাপতি বাদামি রঙের ও পুরুষ প্রজাপতির চেয়ে বড় হয়ে থাকে। এ প্রজাতির প্রজাপতির ডানার দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটার হয়ে থাকে।
ম্যাগেলান বার্ডউইং

ম্যাগেলান বার্ডউইংয়ের দেখা পাওয়া যায় ফিলিপাইন ও তাইওয়ানের অর্কিড দ্বীপে। বড় ও বর্ণিল এ প্রজাপতির ডানার দৈর্ঘ্য ১৮ সেন্টিমিটির। এটি ভিন্ন কোণ থেকে দেখলে নীল-সবুজ আভা ধারণ করে।
মিরান্ডা বার্ডউইং

বিশ্বের বৃহৎ প্রজাতির প্রজাপতিগুলোর একটি মিরান্ডা বার্ডউইং। বোর্নিও ও সুমাত্রার গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বনাঞ্চলে এর বসবাস। এ প্রজাপতির ডানা ১৭ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।