ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় কোরআন মজিদ অ্যাপ সরিয়ে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। চীনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ‘অনুরোধে’ দেশটির অ্যাপস্টোর থেকে ব্যাপক জনপ্রিয় অ্যাপটি মুছে দেয় মার্কিন প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা বিবিসি অ্যাপলের বরাতে এক প্রতিবেদনে জানায়, ওই অ্যাপে চীনের আইনের সঙ্গে সাংঘর্ষিক ধর্মীয় বার্তা আছে বলে অ্যাপস্টোর থেকে মুছে দেয়ার অনুরোধ করেন চীনের কর্মকর্তারা। তবে চীনের অ্যাপস্টোর থেকে মুছে দেয়া হলেও বিশ্বের অন্যান্য স্থানের অ্যাপস্টোরে এখনও আছে অ্যাপটি।
অ্যাপস্টোরে দেড় লাখের বেশি রিভিউ রয়েছে অ্যাপটি নিয়ে। এই প্রসঙ্গে মন্তব্য করতে বিবিসি অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি চীনের কর্তৃপক্ষ। কোরআন অ্যাপটি যে চীনের অ্যাপস্টোরে নেই সেটি সবার আগে নজরে এসেছিল ‘অ্যাপল সেন্সরশিপ’ ওয়েবসাইটটির। অ্যাপলের বৈশ্বিক অ্যাপস্টোরের উপর নজর রাখে সাইটটি।
ধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দিয়ে রেখেছে চীনের সরকার। তবে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর চীন সরকারের গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে।
অ্যাপল বিবিসি’র কাছে অ্যাপ মুছে দেয়ার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত ব্যাখ্যা দিতে অপারগতা জানিয়ে নিজস্ব মানবাধিকার নীতিমালার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। যাতে বলা আছে, আমরা স্থানীয় আইন মানতে বাধ্য। কিন্তু এমন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে যেখানে আমরা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত হবো।
তবে কোরআন অ্যাপটি চীনের কোনও আইন ভঙ্গ করেছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি।