ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: বিশ্বব্যাপী মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে আক্রান্তদের ১ লাখ ৪৫ হাজার ৫২১ জন মারা গেছেন।
ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জন।
বর্তমানে ভাইরাসটির উপস্থিতি রয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৩৮১ জনের শরীরে। এদের মধ্যে ১৪ লাখ ৩২ হাজার ৭৯৩ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৬ হাজার ৫৮৮ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রের। সেখানে ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছেন ৩৪ হাজার ৬১৭ জন।
আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। জার্মানিতে মৃতের সংখ্যা কিছুটা কম হলেও বাকি দেশগুলোতে মৃতের সংখ্যা ১০ হাজারের বেশি।