ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: বিশ্বব্যাপী মহামারিতে রূপ নেয়া করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত ২৩ লাখ ৫৯ হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। অন্যদিকে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৬১ হাজার ৯৫০ জনের।
এ ভাইরাসে অসুস্থ হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬ লাখ ৬ হাজার ৬৭৫ জন।
বর্তমানে ভাইরাসটির উপস্থিতি রয়েছে ১৫ লাখ ৯০ হাজার ৭০৭ জনের শরীরে। তার মধ্যে ১৫ লাখ ৩৬ হাজার ১৮১ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৪ হাজার ৫২৬ জনের অবস্থা গুরুতর।
রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে আটটা পর্যন্ত ওয়ার্ল্ডোওমিটারে এ তথ্য জানানো হয়েছে।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। সেখানে ৭ লাখ ৪০ হাজার ১৫১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৯ হাজার ৬১৭ জন।
এরপরে অবস্থানে রয়েছে স্পেন। সেখানে শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৯৫৫ জন। মারা গেছেন ২০ হাজার ৪৫৩ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। মৃত্যুর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ২৩ হাজার ৪৫৩ জন।
আর ফ্রান্সে মৃত্যুর সংখ্যার প্রায় ২০ হাজার। শনাক্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৯৩ জন।
যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৬০ জনে। আর জার্মানিতে মারা গেছেন প্রায় ৫ হাজার মানুষ।