ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা দুই লাখ ১১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৩০ লাখের বেশী মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১০ লাখ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৫৫ হাজারের বেশী মানুষ। বিশ্বের মোট মৃত্যুর প্রায় অর্ধেকই এই অঞ্চলে। তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় করোনার সংক্রমণ প্রকোপ কিছুটা কমেছে। এদিকে, স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখের বেশী মানুষ। মারা গেছেন সাড়ে ২৩ হাজার। ইতালিতে করোনিায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছুঁইছুঁই। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৪১৪ জন আর মারা গেছে প্রায় ২৭ হাজার মানুষ। এদিকে ফ্রান্সে করোনায় আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ৮৪২ জন, আর মারা গেছে ২৩ হাজারের বেশী। ইউরোপের দেশগুলোতে মৃত্যুহার কিছুটা কমতে শুরু করেছে। চীনের হুবেই প্রদেশের উহান থেকে এ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। যা আজও বিশ্বে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।
বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ৩০ লাখ ছাড়ালো। মৃতের সংখ্যা ২ লাখ ১১ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে পরিস্থিতির উন্নতি।
বিশেষ বুলেটিন
0 Views