বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নতুন এক সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, বিশ্বব্যাপী প্রায় ৭২ শতাংশ শিশু অন্তত একবার হলেও অনলাইনে সাইবার হুমকির সম্মুখীন হয়েছে।
আল-অ্যারাবিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘সাইবারস্পেসে শিশুরা কেন অনিরাপদ’ শিরোনামের ওই প্রতিবেদনটি প্রকাশ করেছে সৌদি আরবভিত্তিক গ্লোবাল সাইবারসিকিউরিটি ফোরাম (জিসিএফ) এবং বোস্টন কনসাল্টিং গ্রুপ নামে একটি বৈশ্বিক কনসাল্টিং ফার্ম।
চলতি সপ্তাহেই প্রকাশিত এ প্রতিবেদনে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে শিশুরা উল্লেখ করে শিশুদের সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বানও করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আট বছর বা তার বেশি বয়সী শিশুদের ৯০ শতাংশই সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী। আর শিশুরা অবাঞ্ছিত বিজ্ঞাপন, ধমক, হয়রানি এবং অনুপযুক্ত বিষয়বস্তুর মাধ্যমে সাইবার হুমকির মুখে পড়ে।
খবরে বলা হয়, ২৪টি দেশ এবং ছয়টি অঞ্চলজুড়ে ৪০ হাজারেরও বেশি অভিভাবক ও শিশুদের নিয়ে এই জরিপ করা হয়। জরিপের ফলাফলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, সাইবারস্পেসে শিশুদের সুরক্ষা একেবারে নেই বললেই চলে এবং সাইবার হুমকি প্রতিরোধে অবিলম্বে বিশ্বব্যাপী যৌথ পদক্ষেপ প্রয়োজন।
জিসিএফ ইনিশিয়েটিভস অ্যান্ড পার্টনারশিপ লিড আলা আল-ফাদেল বুধবার এক বিবৃতিতে বলেন, ‘৭২ শতাংশ শিশু সাইবার হুমকির শিকার যা উদ্বেগেরে। দ্রুত বিকাশমান সাইবারস্পেসে শিশুদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিশ্বাস করি আমরা। ’
খবরে আরও বলা হয়, শিশুরা যে ব্যাপক হুমকির সম্মুখীন হচ্ছে তার সমাধান হলো- সমস্যাগুলোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষাবিদ থেকে বেসরকারি খাত পর্যন্ত ঐক্যবদ্ধ পদক্ষেপ নিশ্চিত করা। সাইবারস্পেসে শিশুদের শেখার এবং সংযোগ তৈরি করার জন্য একটি নিরাপদ জায়গা তৈরির দায়িত্ব আমাদের সবাইকেই পালক করতে হবে বলেও উল্লেখ করেন আল-ফাদেল।