বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাস বিস্তার রোধে সবকিছুই থেমে গেছে। বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। রাজধানীর ওইসব অসচ্ছল প্রায় ৫০০ পরিবারকে ৬ দিনের খাবার দিচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক।
পর্দায় বাইরে বাস্তবে মানবিক বিভিন্ন কাজের কারণে সাইমন প্রশংসা পেয়েছেন। নতুন করে করোনায় অসচ্ছল মানুষদের পাশে থাকার চেষ্টায় মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে ‘পোড়ামন’ ছবির এ নায়ক বললেন, আমি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পারা যায় করার চেষ্টা করছি।
তিনি বলেন, একটি পিকআপে করে মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করবো। যারা একেবারেই অসচ্ছল শুধুই তাদের দেয়ার চেষ্টা করবো। কোনো নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকবো না। ভীড় যেন না হয়, সেদিকে খেয়াল থাকবে।
সাইমন তার নিজ উদ্যোগেই শহরের এসব অসচ্ছল মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলে জানান। বলেন, আমার অনেক বেশি অর্থকড়ি নেই। কিছু ভাইবন্ধু আছে, তাদের নিয়ে ফান্ড তৈরি করেছি। সেখানে হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়েছে। একদিন চলার মতো কিছু করতে চাইলে ২ হাজার মানুষের পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু তা করছি না।
কমপক্ষে পাঁচ-ছয়দিন যেন একটা পরিবার চলতে পারে সেভাবেই খাদ্যসামগ্রী দিচ্ছেন বলে জানান সাইমন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেতা বলেন, চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু, সাবান এই সাত আইটেম থাকছে বিতরণী সামগ্রীতে। আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ যদি চান, এ কার্যক্রম চলতে থাকবে।
শুধু সাইমন নন, অসচ্ছল মানুষের সহায়তায় তারকাদের মধ্যে ব্যক্তি উদ্যোগে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল বিশেষ ভূমিকা রাখছেন। এছাড়া এই দুঃসময়ে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনও অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছেন।সূত্র : চ্যানেল আই