বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসে চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএসসি) চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কুসুম শিকদার।
মঙ্গলবার বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিনেত্রী কুসুম শিকদারের পক্ষে পিপিই পৌঁছে দেন সাজ্জাদ হোসেন ও রশিদ। যা গ্রহণ করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। এছাড়া এসময় ছিলেন চিকিৎসক ও নার্সদের মধ্য থেকে একজন প্রতিনিধি।
পিপিই দেয়ার বিষয়টি জানিয়ে কুসুম শিকদার চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনাভাইরাসের কবলে কাঁপছে পুরো বিশ্ব। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষার মাধ্যমে এই সংকটময় অবস্থায় রোগীর সেবা দেয়া জরুরি। সরকার চিকিৎসকদের নিয়মিত পিপিই দিচ্ছেন, কিন্তু এগুলোতো ওয়ান টাইম ইউজ করার জন্য। ফলে প্রতিদিনই নতুন পিপিই দরকার পড়ছেই। সেই ভাবনা থেকে আমার সামর্থ অনুযায়ি চিকিৎসাসেবায় নিয়োজিতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
ছবি: সাজ্জাদ হোসেনচিকিৎসক ও নার্সদের সুরক্ষার পাশাপাশি করোনার কারণে বিপর্যস্ত অসচ্ছল মানুষের কথাও ভাবছেন ‘শঙ্খচিল’-এর এই অভিনেত্রী। জানালেন, করোনাভাইরাস বিস্তার রোধে বন্ধ করে দেয়া হয়েছে সবকিছু। জনজীবনে এই স্থবিরতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটেখাওয়া, নিম্ন আয়ের মানুষ। সামনের দিনে সামর্থানুযায়ি তাদের পাশেও দাঁড়াতে চাই।
শুধু কুসুম শিকদার নয়, করোনার এই আপদকালীন সময়ে অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াচ্ছেন শোবিজ অঙ্গনের বহু তারকা। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছেন।সূত্র : চ্যানেল আই