ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: বিশ্বজাহানের শ্রেষ্ঠনবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লামের বিরুদ্ধে অসম্মান দেখানোর অভিযোগে ফিলিস্তিনের গাজায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হামাস সমর্থকরা। ইসলাম বিদ্বেষী মনোভাব এবং নবীর বিরুদ্ধে অসম্মান দেখানোর অভিযোগে এ বিক্ষোভ করেন তারা।
সেসময় প্রেসিডেন্টের ছবি এবং প্লেকার্ডে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এর আগে, প্যারিসে এক শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনায় সেখানকার একটি মসজিদ বন্ধ করে দেন তিনি।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে আবারও বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। শনিবার রাতে আন্দোলনকরীরা প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন ঘেরাও করে। সেময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।