স্পোর্টস ডেস্ক, আলোকিত ফরিদগঞ্জ: বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বুধবার দেশে ফিরেছেন এবং হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের জমকালো সংবর্ধনা দিয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান ঘোষণা দিয়ে বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা যেন জাতীয় দল পর্যন্ত আসতে পারেন, সেজন্য তাদের নিবিড় পরিচর্যায় রাখতে চায় বিসিবি। আকবর-রাকিবুলদের নিয়ে তাই গঠন করা হচ্ছে অনূর্ধ্ব-২১ দল। আগামী ২ বছর তারা থাকবেন বিসিবির অধীনে।
ভবিষ্যতের পথ সুগম করতে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের প্রতি মাসে দেয়া হবে এক লাখ করে টাকা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তরুণদের অর্থ ও সুযোগ-সুবিধা নিয়ে চিন্তা করতে হবে না। তাদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড।
‘ওদের কোনো কিছু নিয়ে চিন্তা করার কারণ নেই। আর্থিক দিক না শুধু, সব সুযোগ-সুবিধাও পর্যাপ্ত থাকবে। তারা শুধু খেলাধুলায় মনোনিবেশ করুক। আগে যেটা হতো কেউ কেউ হয়ত হাই-পারফরম্যান্সে (এইচপি) যেতে পারত। তাছাড়া অনূর্ধ্ব-১৯ এর পর অনেকেই হারিয়ে যেত। আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ ইউনিট গঠন করব ওদেরকে নিয়ে।’
‘এই দলটা আরও দুই বছর একদম স্পেশালাইজড ট্রেনিং করে স্কিলড হবে। দুই বছর প্রত্যেকে প্রতি মাসে এক লক্ষ টাকা করে পাবে। দুই বছরের চুক্তি। এরপর নবায়ন করা হবে। যদি ভালো করে, এটা চলবে। যদি দেখি কেউ উন্নতি করছে না, সে চুক্তি থেকে বাদ পড়বে।’
‘যত রকমের সুযোগ-সুবিধা দেয়া দরকার। যত ভালো যা আছে তা করব। যাতে উন্নতি করতে পারে, বোর্ড তাদের পেছনে ব্যয় করবে। যত লাগে, ফান্ড আনলিমিটেড। আমরা চাই ২ বছর পর ওরা পরিণত হোক আরও। যাতে জাতীয় দলে ঢোকার পথটা অনেক সহজ হয়ে যায়।’
বয়সভিত্তিক ক্রিকেটে অতীতেও এসেছে দারুণ সব প্রতিভা। কেউ কেউ নিজেদের রাখতে পেরেছেন কক্ষপথে। সাফল্যের সিঁড়ি বেয়ে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন। অনেকেই আবার হারিয়েছেন পথ। বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাবনাময় খেলোয়াড়দের হারাতে চায় না বিসিবি। খুবই সম্ভাবনাময় আকবর আলীর দলকে ঘিরে তাই নেয়া বিশেষ পরিকল্পনা। সূত্র : চ্যানেল আই ও ইউএনবি
বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাবনাময় খেলোয়াড়দের হারাতে চায় না বিসিবি। বোর্ড তাদের পেছনে ব্যয় করবে ফান্ড আনলিমিটেড
খেলা
0 Views