ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর জেদ্দার একটি তেল ডিপোতে হামলার ঘটনা ঘটেছে। যদিও হামলার ব্যাপারে প্রাথমিকভাবে সৌদি আরামকোর তরফে কিছু জানানো হয়নি। দীর্ঘদিন ধরেই হুতিদের টার্গেটে ছিল এটি।
শুক্রবার সৌদি আরবের জেদ্দা শহরের একটি তেল স্থাপনার ওপরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছে সিএনবিসি। রয়টার্সের একটি সূত্র জানিয়েছে, সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি ডিপোতে হামলার ঘটনা ঘটেছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে। ইরান সমর্থিত হুতিরা তাৎক্ষণিকভাবে এ ধরনের কোনো হামলার পেছনে তাদের হাত আছে বলে দাবি করেনি।
তবে এর আগে, সামরিক বাহিনীর এক মুখপাত্র টুইট করেন, সৌদিতে একটি অভিযান চালানোর ঘোষণা দিয়েছিল হুতি। সৌদি আরামকোর একজন মুখপাত্রের সঙ্গে সিএনবিসি যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তিনি কোনো মন্তব্য করেননি।
আলজাজিরার বলা হয়, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত নর্থ জেদ্দা বাল্ক প্ল্যান্টের কাছে আগুনের অবস্থান ছিল। চলতি সপ্তাহের শেষে জেদ্দায় একটি ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
একাধিক মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হুতি গ্রুপ জানিয়েছে, তারা একটি সামরিক অভিযানের বিষয়ে বিবৃতি জারি করবে।
সিএনবিসি জানিয়েছে, ওই হামলার পর ব্রেন্ট ক্রুড ১.২০ ডলার বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৯.৯২ ডলারে পৌঁছেছে। একইসময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১.০৪ ডলার বা ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩.৩৪ ডলারে দাঁড়িয়েছে।