রাজধানী ডেস্ক, আজনিউজ২৪: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দারা ৪ কোটি ৭৩ লাখ টাকারও বেশি মূল্যের মোট ৬৮টি স্বর্ণের বার জব্দ করেছে।
শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৭ দশমিক ৮৮৮ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা সূত্র এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চোরাচালানের গোপন খবর আসে। এই খবরের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা BG-028 ফ্লাইটে তল্লাশি চালানো হয়। ওই ফ্লাইটের ৪টি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৭ দশমিক ৮৮৮ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে। সূ্ত্র:চ্যানেল আই